পাবনায় নকল স্যালাইন ও জুস কারখানায় টাস্কফোর্সের অভিযান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে পাবনায় নকল স্যালাইন ও জুস কারখানা এবং বাজারে ফলের দ্রব্যমুল্য ও ভেজাল নিয়ন্ত্রণে টাস্কফোর্সের ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনার বিসিক শিল্পনগরী, শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের ফলের বাজার ও পৌরসভার উত্তর শালগাড়িয়া মহল্লায় এসব অভিযান করেন টাস্কফোর্স।

পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া মহল্লায় বাজারের ফাতেমা ফুড এন্ড বেভারেজকে সরকারি বিধি মোতাবেক পন্য উৎপাদন ও সংরক্ষণ না করা দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। শিল্পনগরী বিসিক ৩নং গেট বাজারের ন্যাচারাল ফুড ইন্ডাষ্ট্রিজ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১ লক্ষ টাকা, শিল্পনগরী বিসিক ১ নং রোড বাজারের মুনতাজা ফুড ইন্ডাষ্ট্রিজকে ৭০ হাজার টাকা, শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের মোল্লা ফল ভান্ডারকে ২ হাজার টাকা ও নিউ পাবনা ফল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সব মিলিয়ে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ ৭৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজার তদারকি কার্যক্রমে টাস্কফোর্সের সদস্যবৃন্দ এবং পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *