ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে পাবনার ঈশ্বরদী সাহাপুরে তার নিজ বাড়ি মরহুম মাসুম মন্ডলসহ প্রয়াত পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে অনুষ্ঠিত মাহফিলে হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনিসুল হক বাবু, জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন, জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জজকোর্টের প্রবীণ আইনজীবী মীর্জা আজিজুর রহমান, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান, প্রেসক্লাব পাবনার সভাপতি ইন্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, সাধারণ সমপাদক রফিকুল আলম রঞ্জু, পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, প্রেসক্লাব পাবনার সাংগঠনিক সমপাদক শফিক আল কামাল, পাবনা জেলা গোয়েন্দা ডিবি শাখার ইনচার্জ হাসান বশির, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, উপ-পরিদর্শক শরিফুজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলম হোসেন, স্বেচ্ছাসেবক দলের জেলার আহবায়ক ইয়ামিন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, সাবেক ভিপি ও বিএনপি নেতা রেজাউল করিম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন প্রমুখ।
এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।