বাস ভাড়া বেশি নেওয়ায় ঈশ্বরদীতে ভোক্তার অভিযান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় যাত্রীদের কাছ থেকে বেশি বাস ভাড়া আদায় করায় ৫০ হাজার টাকার এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ২টি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

রবিবার (৬ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে অভিযানে ঈদ পরবর্তী অত্যাধিক যাত্রীচাপে বিভিন্ন কাউন্টারে দাশুরিয়াতে বিভিন্ন দুরবর্তি জেলা থেকে গাড়ি এনে সেখানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং মুল্য তালিকা না টাঙানো, বিভিন্ন বাস থামিয়েও দেখা যায় যাত্রীদের কাছে ১০০-১৫০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এগুলো আমলে নিয়ে সেনাবাহিনীর সহযোগতিায় ৫ টি কাউন্টার ও ৪ টি বাসে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঈশ্বরদী বাজারে ঢাকা বিরানীসহ নোংরা পরিবেশে খাবার পরিবেশনের জন্য ২ টি প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকাসহ সর্বমোট মোট ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে আর্মির একটি চৌকস দল উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, যাত্রীদের ভাড়া বিধি মোতাবেক ও সহনীয় পর্যায়ে রাখতে খাবার হোটেলে সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *