নিজস্ব প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে পাবনায় বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব পাবনার মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেয়। ক্লাবের উৎসবে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আলোচনা সভা শেষে নতুন বাংলা বছর কেক কর্তন, মিষ্টিমুখ ও সম্প্রীতির মিলনমেলা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ। তিনি বলেন, এখন এর গ্রামের বাজারে সেই গুড়ের জেলাপী দেখা যায় না। হারিয়ে গেছে পুকুর নদী বিলের পানিতে ঝাঁপ দিয়ে সাাঁতার কাটা। এগুলো এখন শুধুই স্মৃতি। আমরা যেন বাঙালি সংস্কৃতি লালন করতে পরি সেজন্য সবাই চেষ্টা করবো।
আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার আহবায়ক বরকাতুল্লাহ ফাহাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নববর্ষের এই উৎসব শুধুমাত্র আনন্দ করার নয়, এটি আমাদের সংস্কৃতি ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রতীক। বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে আমাদের সংস্কৃতির শক্তিকে ধারণ করে।” তিনি আরও যোগ করেন, “ সৈরাচারের দোসররা কোনভাবেই যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখার ব্যাপারে সাংবাদিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেন।” ছাত্র-জনতার বিপ্লবের ফলে অর্জিত মানুষ যে সুফল ভোগ করছে তা যেন ব্যর্থতায় হারিয়ে না যায়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সভাপতি জনাব ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম দুলাল, সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, হুজ্জাতুল্লাহ হীরা, সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, অর্থ সম্পাদক ওমর সরকা, প্রচার সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক হুমায়ুন রাশেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. ইদ্রিস আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুরুন্নবী, কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মমিন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইকবাল হোসেন, নির্বাহী সদস্য মো. সিয়াম, মনিরুজ্জামান মনির ও জামিল হোসেন প্রমুখ।