পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডায় বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা গেছে, ঐ গ্রামের রিকাত সরদারের বড় ছেলে মনিরুল সরদার (৩৮) ও ছোট ছেলে দিপু সরদার (৩০) এর মধ্যে বাড়ি ও জমিজমা সংক্রান্তে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই ধারাবাহিকতায় আজ সকালে দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা, হাতাহাতির এক পর্যায়ে বড় ভাই মনিরুল হাসুয়া দিয়ে ছোট ভাই দিপুর মাথায় আঘাত করে। দিপুও এ সময় তার বড় ভাইকে হাতে থাকা হাসুয়া দিয়ে কোপ দিলে বড় ভাই মনিরুলের দুই হাত কেটে যায়।গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই এ্যামবুলেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাঘায় পৌঁছালে ছোট ভাই দিপুর মৃত্যু হয়। আহত বড় ভাই মনিরুলকে সিএনজি ভাড়া করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহত ছোট ভাই দিপুর মরদেহ এ্যাম্বুলেন্সে করে লক্ষ্মিকুন্ডা নিজ বাড়িতে আনা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি)শহীদুল ইসলাম এ বিষয়ে জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।