ইছামতি নদী খননের অগ্রগতি পরিদর্শন

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : ঐতিহ্যবাহী পাবনার ইছামতি নদী খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় পাবনা শহর থেকে কমিটির নিতৃবৃন্দ পাবনার ফকিরপুর ব্রিজের নিকট পৌঁছালে কর্মরত সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং এমএস আহাদ বিল্ডার্সের কর্মকর্তাগণ তাঁদের স্বাগত জানান। তাঁরা নেতৃবৃন্দকে ইছামতি নদীর পার-মালঞ্চি, কাঁকরকাটা এবং ফকিরপুর পয়েন্ট ঘুরে ঘুরে দেখান। পর্যবেক্ষক দল কর্মরত সেনাবাহিনী এবং এমএস আহাদ বিল্ডার্সের কর্মকর্তাগণের সাথে নদী খনন কাজের আগ্রগতি, শহরের মধ্যে কবে নাগাদ কাজ শুরু করা হবে, মামলার জটিলতা আছে কিনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং শেষে ইছামতি নদী খনন কাজ সরেজমিন পরিদর্শন করেন।

সূত্র মতে জানা গেছে, বর্তমানে ১২১ টি এস্কেভেটর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ইছামতি খনন কাজ করছে। ইতোমধ্যে মন্ডলপাড়া থেকে ভাঁড়ারা অঞ্চল ডিমার্গেশন শেষ হওয়ায় সেখানেও খনন কাজ ধরা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এমএস আহাদ বিল্ডার্স খনন কাজ করছে এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। কাজের শেষ মেয়াদ ধরা হয়েছে ৩১ মার্চ ২০২৭ খ্রি. পর্যন্ত। খনন কাজের অগ্রগতি হয়েছে সর্বমোট জগন্নাথপুর থেকে ফকিরপুর পর্যন্ত ২৬ কিলোমিটার এবং ভাঁড়ারা থেকে কুলুনিয়া পর্যন্ত মোট ০৬ কিলোমিটার। অর্থাৎ সবমিলে ৩২ কিলোমিটার। খুব শীঘ্রই তারা পাবনা শহরের মধ্যে খনন কাজ শুরু করবেন বলে আশা করা যাচ্ছে। আগামী সাপ্তাহেই সিংগা শ্মশান ঘাটের কাছে কাজ ধরবেন বলে জানা যায়। তবে মূল শহরে ইছামতি নদী নিয়ে নি¤œ আদালতে ৯৮টি মামলার জটিলতা থাকায় কাজ শুরু করতে দেরি হচ্ছে। বিশ^স্ত সূত্র হতে জানা যায়, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা গত ২৬ ফেব্রুয়ারি শহরে মানববন্ধন ও মানবন্ধন পরবর্তী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণায় বরাবর স্মারকলিপি প্রদানের প্রেক্ষিতে গত ০৯ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি মাহ্ফুজা আক্তার ইছামতি পর্যবেক্ষণে আসেন এবং তিনি স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন। শেষে শহরে নি¤œ আদালতে মামলা নিরসনে পাবনা পানি উন্নয়ন বোর্ডকে অ্যাভোকেট নিয়েগের তাগাদা দিয়ে যান। সে প্রেক্ষিতে পাবনা পানি উন্নয়ন বোর্ড জোর্জকোর্টের সিনিয়র আইনজীবী আবুল হোসেন জোয়ার্দারকে মোট ৯৮টি মামলা নিষ্পিত্তির জন্য অ্যাভোকেট নিয়োগ করেছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ থাকায় আশা করা যাচ্ছে নি¤œ আদালতের মামলাগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হবে এবং শহরের মধ্যে ইছামতি খনন কাজ শুরু হবে। এদিকে শহরের ম-লপাড়া থেকে চরশিবরামপুর, কোষাখালী, ভোমরা কোল হয়ে রূপপুর চ্যানেলে জমি অধিগ্রহণ প্রায় শেষের দিকে।

আরও জানা যায়, ইছামতি নদীর শাখা সূতিখালী নদী (বেড়া পাম্পিং স্টেশনের পাশ থেকে লক্ষ্মীপুর-কালিয়ানী) খনন কাজ মে মাসের ১ম সাপ্তহ থেকে শুরু করা হবে। এ পরিদর্শন দলে অংশ নেন জোনাল সেটেলমেন্ট পাবনা অঞ্চলের কর্মকর্তা আফরোজা আখতার (উপসচিব), পাবনা জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজা সুলতানা, ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান, গায়নি অ্যাবসের জুনিয়র কনসালটেন্ট ডা. ছাবেরা সুলতানা বিশ^াসসহ পাবনার একদল নদী ও পরিবেশকর্মী।

ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলমের নেতৃত্বে আরও অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, রিভারাইন পিপল পাবনার সভাপতি ও নদী গবেষক ড. মনছুর আলম, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার প্রচার সম্পাদক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিদি ও বেলা’র নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, সর্বসদস্য ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা ও সহকারী শিক্ষক সুলতানা পারভীন, পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কহিনূর, কবি আজিজা পাবভীন, দৈনিক স্পষ্টবাদী সহযোগী সম্পাদক শিশির ইসলাম ও স্টাফ রিপোর্টার খালেদ আহমেদ, ভোরের দর্পণের জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, সাংবাদিক মনিরুজ্জামান, তৃণমূল সংবাদ উন্নয়ন সংস্থার সভাপতি মুজিবুল হক লাজুক, সাংবাদিক মাসুক, ফটো সাংবাদিক তুহিন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আব্দুস সালাম, ফজলে রাব্বি, সুলতান শেখ প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *