পাবনা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও আইসিইউ চালু

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : তরল অক্সিজেন বরাদ্দ পাওয়ায় অবশেষে পাবনা জেনারেল হাসপাতালে চালু হয়েছে কাংখিত সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ও চার শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। শনিবার (০৭’ আগস্ট) সকালে হাসপাতাল চত্বরে নবনির্মিত অক্সিজেন ট্যাংকারে অক্সিজেন পূর্ণ করার পর এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। করোনা রোগীসহ যে কোন মূমূর্ষু রোগী পাবনাতেই আইসিইউ, ভেন্টিলেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, তরল অক্সিজেন না থাকায় সব ধরণের সুযোগ থাকা সত্তেও পাবনা হাসপাতালে উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউ সেবা পাচ্ছিলেন না রোগীরা। জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি লিখিত জানিয়েও তরল অক্সিজেনের বরাদ্দ না পাওয়ায় উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউ এর অভাবে মারা যাচ্ছিলেন সংকটাপন্ন রোগীরা। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে শনিবার তরল অক্সিজেন পাঠায় ঠিকাদারী প্রতিষ্ঠান। তরল অক্সিজেন ট্যাংকার পূর্ণ করে, শনিবার থেকেই হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ও চার শয্যার আইসিইউ সেবা চালু হয়েছে।

পাবনা জেনারেল হাসপতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর জানান, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সব ধরণের উপকরণ থাকার পরেও কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু না থাকায় সেগুলো অচল পড়ে ছিলো। গত জুলাই মাসে উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউ সেবার অভাবে পাবনা হাসপাতালে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে শথাধিক মানুষ মারা গেছেন। সংকট দূর হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের ফেরত পাঠাতে হবেনা। আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো।

পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, করোনাযুদ্ধে মানুষের প্রাণ বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। অক্সিজেন বরাদ্দ ও চিকিৎসা উপকরণ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাবনাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ও আইসিইউ চালু হওয়ায় পাবনাবসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এখন থেকে পাবনাতেই উন্নত সেবা পাবেন রোগীরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক এস এ আসাদ, পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সালেহ মোহাম্মদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. জাহেদী হাসান রুমী, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি প্রমূখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *