পাবনায় পুলিশ ও সেচ্ছা-সেবকদের উদ্যোগে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের পাশাপাশি বর্ষার মৌসুমে এডিস মশার উপদ্রপ ও সক্রমণ বৃদ্ধি পেয়েছে। এডিস মশা নিয়ন্ত্রন ও নিধন কার্যক্রমের অংশ হিসাবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিধক জীবাণু নাশক স্প্রের কার্যক্রম হাতে নিয়েছে জেলার এক দল সেচ্ছা সেবক কর্মীরা। এই কার্যক্রম সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করছেন পাবনা জেলা পুলিশ।

১৪ আগস্ট শনিবার দুপুরে জেলা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ড থেকে সচেতনামূলক র‌্যালি ও মশা নিধক স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান (বিপিএম)। র‌্যালিটি পুলিশ লাইনস চত্বর থেকে বের হয়ে শহরের জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়।

এসময় ফগার মেশিন দিয়ে জিবানু নাশক স্প্রে করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৌকত আফরোজ আসাদসহ জেলা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ও সেচ্ছাসেবক পরিবারের সদস্যরা।

জেলার প্রায় ১২ টি সেচ্ছা-সেবামূলক সংগঠনের প্রায় শতাধিক সেচ্ছাসেবীরা এই কার্যক্রমে পর্যাক্রমে অংশ গ্রহণ করবেন। প্রতিদিন একটি করে ওয়ার্ড এর গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম চলবে। পাশাপাশি এডিস মশা বিস্তার রোধে সচেতনতামূলক প্রচার অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *