পাবনায় যৌন উত্তেজক সিরাপ কারখানায় র‌্যাব ও প্রশাসনের যৌথ অভিযান; জরিমানা আদায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনায় ফ্রুট সিরাপের নামে ক্ষতিকারল যৌন উত্তেজক সিরাপ তৈরির বেশ কয়েকটি ঔষধ কারখানায় যৌথ অভিযান পরিচালন করেন র‌্যাব ও জেলা প্রশাসন।

১৪ আগস্ট (শনিবার) দুপুরে সদর উপজেলার দোগাছি উইনিয়নের জালালপুর বাজার সংলগ্ন মো. মাহাবুবুল আলমের মেসার্স এম. এস ল্যাবরেটরীজ ইউনানী এস এম ফুড এন্ড বেভারেজ কারখায় অভিযান করেন। সেখানে মানব দেহে ক্ষতিকারক বিভিন্ন নামের বেশ কিছু যৌন উত্তেজন সিরাপ তৈরিকৃত অবস্থায় পাওয়া যায়।

জেলা নির্বাহী মেজিট্রেট মো. সাইফুল ইসলাম ও র‌্যাব-১২ পাবনা-সিরাজগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানে ঔষধ প্রশান অধিদপ্তরের সহকারি পরিচালক সুকর্ণ আহম্মেদসহ পাবনা ও সিরাগঞ্জ অঞ্চলের র‌্যাব সদস্যরা এই অভিযানে অংশ গ্রহণ করেন।

এম এস ল্যাবরেটরীজ কারখানায় ফ্রুট সিরাপের অনুমিতি নিয়ে বিএসটিআই এর সিল ব্যাবহার করে মানব দেহের ক্ষতিকারক বিভিন্ন যৌন উত্তেজন সিরাপ তৈরি একং অবৈধ প্রক্রিয়ায় পণ্য সংরক্ষণ করার দায়ে তাদের বিরুদ্ধে দুই লক্ষ টাকা আর্থিক জরিামানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া পৌর এলাকার বেশ কয়েকটি ইউনানী কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে ক্ষতিকারক কোন ঔষধ বা সিরাপ তৈরি না করার ব্যাপারে সতর্ক করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *