মুজবিবর্ষ ও জাতীয় শোক দিবসে পাবনায় আদালত চত্বরে তালগাছের চারা রোপণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : মুজিব শতবর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পাবনায় আদালত চত্বরে তাল গাছের চারা রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলার দায়িত্বরত বিচারকগণ। ১৫ আগস্ট (রবিবার) সকাল সারে ১০টায় আদালত চত্বরের প্রধান ফটক সংলগ্ন মাঠে নাম ফলক উন্মোচন ও দোয়ার মধ্য দিয়ে তাল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বিচারক মো. আসাদুজ্জামান ।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ ওলিউল ইসলাম, বিশেষ বিচারক মো. আহসান তারেক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা জজ বিচারক ইসরাত জাহান মুন্নি, যুগ্ন জেলা জজ বিচারক সুরাইয়া সাহাব, এ কে এম কামাল উদ্দিন, মো. জালাল উদ্দিন, শাহাদত হোসেনসহ পাবনা জেলার দায়িত্বরত অন্যান্য বিচারকগণসহ জেলা আইনজীবী বার সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, পিপি, জিপিসহ জেলার বিজ্ঞ আইনজীবী ও জেলা জজ কোর্ট ও জেলা ম্যাজিস্ট্রেসী পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

পাবনা জেলার জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মো. আসাদুজ্জামান বলেন, দেশে সম্প্রতি সময়ে বজ্রপাতে সাধারন মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। আগের দিনে সারা বাংলাদেশে সকল স্থানে গ্রাম গঞ্জে অনেক বড় বড় গাছ ছিল। বিশেষ করে সকল স্থানে তাল গাছ দেখা যেত। সেই গাছ নেই প্রাকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। ব্রিটিশ আমলে সিমানা নির্ধারনের জন্য বিভিন্ন স্থানে পিলার স্থাপিত ছিল। পিলারের মধ্যে বিশেষ ম্যাগনেট থাকায় বজ্রপাত হলেও মানুষের প্রাণহানীর ঝুকি কম থাকতো। তাই জাতীয় শোক দিবসের এই বিশেষ দিনে আদালত চত্বরে দের শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়। একই সাথে সারা বাংলাদেশে বজ্রপাতের ঝুকি থেকে নিজে এবং সাধারন মানুষদের রক্ষার জন্য সকলকে একটি করে তাল গাছের চারা লাগোনোর আহবান জানো হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *