সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : “মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”, এই প্রতিপাদ্য নিয়ে পাবনার সাঁথিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাঁথিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও পরস্কার প্রদান করা হয়।
বুধবার (১৮’ আগস্ট) বিকেলে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) সদস্যদের মাঝে ব্যাংক কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন, সফল বৃক্ষ পরিচর্যা ও রোপনকারীদের পুরস্কার ও অভিবাদন পত্র প্রদান করা হয়। ব্যাংকের এফএ ভিপি ও শাখা প্রধান আবুল কালাম সিদ্দিকীর সভাপতিত্বে ও আরডিএস প্রকল্প কর্মকর্তা ফারুক উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন, সিনিয়র এ্যাডভোকেট শাহাদত হোসেন বকুল, সাঁথিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ও জোড়গাছা ডিগ্রি কলেজের প্রভাষক জালাল উদ্দিন, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলতাফ হোসেন, প্রিন্সিপাল অফিসার আব্দুল মান্নান, প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ বিভাগের ইনচার্জ আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের ফিল্ড অফিসার মাহবুবুর রহমান।
পরিবেশ রক্ষার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বিগত ২০০৩ খ্রি. থেকে অধ্যবধি প্রায় ৮৫ লক্ষ গাছের চারা রোপণ/বিতরণ করেছে। বৃক্ষ পরিচর্যায় সফলতার স্বাক্ষর রেখেছেন ব্যাংকের প্রতিটি শাখা এমন ৫ জন গ্রাহককে বাছাই করে শাখা প্রধান কর্তৃক স্বাক্ষরিত একটি অভিবাদন পত্র, ১০টি গাছের চারা ও নগদ ৫শত টাকা তাদেরকে প্রদান করা হয়। এ সময় এলাকার সুধীজন ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।