পাবনা প্রতিনিধি : পাবনা সদরের মালঞ্চি বাজার এলাকায় সোমবার (২৩ আগস্ট) মধ্যরাতে প্রকাশ্যে অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানের তালাকেটে চারটি দোকানে ডাকাতি সংঘটিত হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ সদর থানা পুলিশের সদস্যরা। এ সময় ঘটনার বিষয়ে স্থানীয়রা বলেন, পাবনা পৌর এলাকার খুব কাছাকাছি ইউনিয়ন মালঞ্চি। সেখানে স্থানীয় মানুষজন বোর্ড বাজার এলাকায় ব্যক্তি মালিকানায় নানা ধরনের ছোট বড় প্রতিষ্ঠান করে ব্যবসা বানিজ্য করে আসছে স্থানীয়রা। প্রতিদিনের ন্যয় সোমবার রাতেও ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যাওয়ার পরে এই ডাকাতির ঘটনা হয়। আনুমানিক রাত দেরটার দিকে একদল ডাকাত ছোট একটি ট্রাক ও দুটি সিএনজি চালিত পরিবহন নিয়ে বাজারে প্রবেশ করে। ডাকাতরা বাজারের পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি দোকানে মামলামাল লুট করে নিয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এ সময় ডাকাতরা সোহেল রানা নামে এক ব্যসায়ীর একটি স্বর্ণের দোকান, মো. আক্কাসের একটি টিভি ফ্রিজের দোকান, মো. আল আমিনের একটি মোবাইল ফোনের দোকান ও জুয়েল হেসেনের একটি টেলিকমের দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। ডাকাতরা পূর্ব পরিকল্পা অনুযায়ী এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। ডাকাতরা চারটি দোকানের নগদ অর্থসহ প্রায় ১৬ লক্ষ টাকার সম পরিমান মালামাল নিয়ে গেছে। ঘটনার সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা নিজেদের সাথে থাকা গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ডাকাতদের পিছু ধাওয়া দিয়েও তাদের ধরতে পারেনি। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির ঘটনায় চরম ক্ষতির সম্মুখিন হয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।