নিজস্ব প্রতিনিধি : শোকাবহ আগস্ট স্মরণে পাবনায় জেলা ছাত্রলীগের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কের জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রায় দুই শতাধিক শহরের ভ্রাম্যমান রিক্সাচালক, ভিক্ষুক, দিনমুজুর, ভ্যান চালক ও শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ আলী ও সাধারন সম্পাদক তাজুল ইসলাম। এ সময় জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা এই কার্যক্রমে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুনায়েদ জনি, মোহম্মদ আলী, তপু রায়হান, যুগ্ন সাধারন সম্পাদক আফজাল হোসেন অনিক, শাকিল খান, অনিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জান সজিব, মুরাদ মালিথা, তুষার বিশ্বাস, মতিউর রহমান, রাকিব বিশ্বাসসহ জেলা এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্যের নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও জেলা ছাত্রলীগ করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের জন্য সামাজিক কার্যক্রমরে অংশ হিসাবে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের কাজ করে যাচ্ছেন তারা।