সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ বছর বন্ধ অপারেশন থিয়েটার; এক্সরে মেশিনও বিকল

শেয়ার করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অপারেশন থিয়েটার (ওটি) থাকলেও দীর্ঘ ১৭ বছর যাবৎ জনবলের অভাবে এখন পর্যন্তও চালু হয়নি। যারফলে স্বাস্থ্য সেবা নিয়ে চরম বিপাকে রয়েছেন পদ্মার চরের অসংখ্য রোগীসহ উপজেলার অন্যান্য রোগীরা। সার্জারি, গাইনি ও অ্যানেসথেসিয়ার জুনিয়র কনসালটেন্ট না থাকায় নষ্ট হচ্ছে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি। একটি মাত্র অ্যানালগ এক্সরে মেশিন থাকলেও কয়েক বছর ধরে ব্যবহার না করায় সেটিও এখন নষ্ট হয়ে পড়ে আছে। এতে দরিদ্র রোগীদের বে-সরকারি বিভিন্ন ক্লিনিকে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে এক্সরে করাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসক ও নার্স স্বল্পতার কারণে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, সরকারি এ হাসপাতালে বর্তমানে ১৪ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ২০০২ খ্রি. এ উপজেলার প্রায় ৪ লক্ষ ৯৫ হাজার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে ৩১ শয্যার কমপ্লেক্স থেকে ৫১ শয্যায় উন্নিত করা হয়। সে সময় প্রায় ২কোটি নব্বই লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ করা হয় দ্বিতল বিশিষ্ট নতুন স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। সে অনুযায়ী ৫১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে বিপরীতে সৃষ্টি করা হয় গাইনি, অর্থপেডিক্স, ডেন্টাল সার্জন, চক্ষু বিশেষজ্ঞসহ বিভিন্ন চিকিৎসা বিষয়ে ৩০ জন ডাক্তারের পদ। কিন্তু বর্তমানে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ ১৬ জন চিকিৎসক কর্মরত আছেন। গাইনি সহ ৯জন বিশেষজ্ঞ থাকার কথা থাকলেও নেই একজনও। এছাড়া ডেন্টাল ইউনিট না থাকার কারণে এখানে কর্মরত ডেন্টাল টেকনোলজিস্ট কোন কাজ করতে পারছে না। যার ফলে কাঙ্খিত চিকিৎসা সেবা পাচ্ছেনা রুগীরা।

সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়ে জানানো হয়েছে। জনবল সংকটের মধ্যেও সীমিত জনবল দিয়ে আন্তরিকতার মাধ্যমে সর্বাত্মক চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *