ইছামতি নদী খনন সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবীতে বাপাউবো ঘেরাও

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খনন কাজ অভিলম্বে সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে রবিবার ( ১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)পাবনা কার্যালয় ঘেরাও করা হয়। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে ঘেরাও কর্মসূচী বক্তারা বলেন, খনন কাজে ৬ কোটি টাকা এবং উচ্ছেদ কাজে ৩ কোটি টাকা বরাদ্দ হলেও মাত্র ১ কোটি টাকার কাজ করা হয়েছে। বাকী টাকা ফেরৎ যাচ্ছে। বাপাউবোর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন জনগণের টাকায় বেতন নিয়ে এসিরুমে বসে প্রকল্প পাশ করে হলিলুটের দিন শেষ। বাপাউবো পাবনার উদাসিনতা ও গাফিলতির কারনে মহামান্য হাইকোটের আদেশ তথা জননেত্রী প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিতকাকে বাঁধাগ্রস্থ করা হয়েছে। অভিলম্বে সেনাবাহিনীর হাতে প্রকল্প দেওয়ার জোর দাবী জানানো হয়। নদীর সীমানা পিলার বসানোর জন্য আর্ল্টিমেটাম দেন বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘেরাও কর্মসূচীতে বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আ. স. ম. আব্দুর রহিম পাকন, সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, সাংগঠনিক সম্পাদক ড. মনছুর আলম, দপ্তর সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, প্রচার সম্পাদক শফিক আল কামাল, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা বেগম বিজলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. আল আমিন, সর্ব সদস্য সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাযহারুল মুন্নু, কয়রাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষ সৈয়দ ছ্ইাফুল ইসলাম, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক আব্দুস সালাম ও নুরুল ইসলাম, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, কৃষিবিদ জাফর সাদেক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শফি উদ্দিন মিয়া, কবি ফিরোজা খান রিটার্ড, কবি মধুসূদন মজুমদার, এনজিও নেত্রী আলেয়া ইয়াসমিন, জেলা কৃষক লীগের সদস্য আতিকুর রহমান, মাইটিভির স্টাফ রিপোর্টার মুজিবুল হক লাজুক, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, চ্যানেল ২৩ এর প্রতিনিধি হুমায়ুন রাশেদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মমিন, যুব অধিকার পরিষদ পাবনার সভাপতি নুর হোসেন প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *