ইছামতি নদী পুণরুজ্জীবিত করতে সেনাবাহিনী চেয়ে মানববন্ধন

শেয়ার করুন

মুক্তচেতনা ডেস্ক : ইছামতি নদী পুণরুজ্জীবিত করণের লক্ষ্যে সেনাবাহিনী চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন কমিটি ও স্থানীয়রা।

ইছামতি নদী সুচারুভাবে পুণরুজ্জীবিত করণসহ পাবনা শহরকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন।

শনিবার (১১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) বেলা ১১টায় ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য দেন মাহাতাব বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত) চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, কৃষিবিদ জাফর সাদিক, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ক্যাপ্টেন এম মনসুর কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. আল আমিন, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ড. মনছুর আলম, সুচিতা’র নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, শুভ সংঘের জেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম ফারুক প্রমুখ।

বক্তাগণ ইছামতি নদী সুচারুভাবে পুণরুজ্জীবিত করণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’র নিকট সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *