ইন্ডিয়ায় আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্সে আমন্ত্রণ পেয়েছেন সাংবাদিক আখতার রহমান

শেয়ার করুন

মুক্তচেতনা ডেক্স রিপোর্ট : ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরে ফাইভ স্টার হোটেল ক্লাক সিরাজের আন্তর্জাতিক হলরুমে আগামী ১৭ মে ২০২৩ খ্রি. অনুষ্ঠিতব্য ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হবে।

ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আগ্রা প্রেসক্লাব ও সার্ক জার্নালিস্ট ফোরাম উত্তর প্রদেশ শাখা কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক কনফারেন্সে বিশেষ আমন্ত্রণ পেয়েছেন
বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা বিশিষ্ট সাংবাদিক মো. আখতার রহমান। তিনি এশিয়ান টিভি সিনিয়র সাংবাদিক, রাজশাহী বার্তার সম্পাদক ও প্রকাশক ও বিভিন্ন সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ, ভারত, নেপাল, ও ভুটান থেকে আমন্ত্রণ পেয়েছেন প্রায় ৩ শতাধিক সাংবাদিক।

বাংলাদেশী সাংবাদিক আখতার রহমান আগ্রায় আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আগামী ১২ই মে-২০২৩ খ্রি. ভারতের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিবেন।

সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর সভাপতি আবুল কালাম আজাদ একটি বিশেষ কাজে আমেরিকায় অবস্থান করায় কনফারেন্স যোগ দিতে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে কনফারেন্স সুষ্ঠ ও সফলতার জন্য আয়োজক কমিটিকে অগ্রিম শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ১০-১১ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সার্ক আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্স-২০২৩। ঐ কনফারেন্সে বাংলাদেশের ৪ সাংবাদিক অংশ নিয়েছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *