শহর প্রতিনিধি : ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজে ছাদ বাগান, মাঠে নানা ধরনের বাহারী ফল ও ফুলের গাছে শোভা বর্ধণ করেছে। বিশেষ করে কলেজে বারান্দায় ঝুলন্ত টবে নানা বাহারী গাছে আগত অভিভাবক ও অতিথি এবং গুণীজনদের আকৃষ্ট করেছে।
ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে ছাদ বাগান ঘুর দেখান আগত অতিথিবৃন্দের। এ সময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-ম্ুিক্তযুদ্ধ’৭১ পাবনা জেলার শাখার যুগ্ম-সম্পাদক লেখক সাংবাদিক ও মানবাধিকার কর্মি শফিক আল কামাল, পাবনা সদর উপজেলা কৃষি অফিসার মো. হাসান রশিদ হুসাইনী, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবু ছাইদ, মো. হুমায়ুন কবির খান, মো. মানিক মিয়া ও ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান প্রমুখ।
এ সময় আগত কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ ছাদ বাগানের গাছ ভাল রাখতে নানা পরামর্শ দেন এবং উপস্থিত সবাই মিলে ড্রাগন ফল নিজ হাতে তুলে আপ্যায়ন করেন। এমন বাগানের মাধ্যমে মনোরম প্রাকৃতিক পরিবেশ প্রতিটি স্কুল ও কলেজে তৈরি হলে পরিবেশের ভারসাম্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে প্রত্যাশপা সবার।