উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দ্রুত কাজ করতে হবে— জেলা প্রশাসক

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, মুজিব বর্ষের কার্যক্রম সঠিকভাবে করতে হবে। সকল বিভাগের ওয়েব পোর্টাল হালনাগাদ রাখতে হবে। এসডিজি বাস্তবায়নের কাজ সুন্দরভাবে এবং নির্দিষ্ট সময়ে করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দ্রুত কাজ করতে হবে। রোববার (১৭’ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পাবনায় যে পরিমান যে পেঁয়াজ মজুদ রয়েছে আগামী নতুন পেঁয়াজ উঠা পর্যন্ত চলবে। পেঁয়াজ নিয়ে কোন দুচিন্তার কারণ নাই। এর বাইরে ৯ লক্ষটন টন পেঁয়াজ ভারত থেকে আনার অনুমোদন দিয়েছে সরকার। ইলিশ সংরক্ষণ এর সময় অবৈধভাবে নদী থেকে ইলিশ আহরণ বা ধরলে কঠোর শাস্তি দেয়া হবে। পাবনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং শিল্প কলা একাডেমী দ্রæত বুঝিয়ে নেয়া হবে।

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিযুর রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোখলেছুর রহমান, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আকতার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, গণপুর্তর নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহরাজ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তানভির রহমান, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. ইলিয়াস ফারুক, জেল সুপার শাহ আলম খান, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস ও ভোরের কাগজ রফিকুল ইসলাম সুইট, পাবনা নাসিং কলেজের অধ্যক্ষ শাহেদা পারভীন খান প্রমূখ।

পরে জেলা পরিবার পরিকল্পননা কর্মকর্তা মো. শামসুল আলম ও জেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল কাদের এর চাকুরী জীবনের শেষ মাসিক সমন্বয় সভা হওয়ায় বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *