উল্লাপাড়ায় সফল উদ্যোক্তা ও খামারিদের সম্মাননা প্রদান

শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কৃষি ইউনিট এর আওতায় কৃষি,মৎস্য এবং প্রাণিসম্পদ খাতে ছয়জন সফল উদ্যোক্তা ও খামারীকে সম্মাননা দিয়েছেন প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট(পিপিডি)। বুধবার(৭ মে) উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে সফল এসব খামারী ও উদ্যোক্তাকে ক্রেস্ট,সম্মানী বাবদ চেক ও সনদপত্র প্রদান করা হয়।

পিপিডি সংস্থার প্রধান কার্যালয়ের উপপরিচালক রকিবুল ইসলাম রিপন এর সভাপতিত্বে ও পিপিডি উল্লাপাড়া শাখার কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ কুমার ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ.কে.এম আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আসয়াদ বিন খলিল রাহাত, উল্লাপাড়া উপজেলা মৎস্য অফিসার আতাউর রহমান,উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শেখ এম.এ.মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,পিপিডি সংস্থার সহকারী পরিচালক(অ্যাডমিন ও প্রজেক্ট) ও ফোকাল পার্সন মামুনুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উল্লাপাড়া উপজেলার সফল উদ্যোক্তা আবুল খয়ের,ফজলুল হক,রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন,বিউটি খাতুন ও সাথী খাতুনসহ খামারীরা অনুষ্ঠানে নিজেদের সফলতার কথা তুলে ধরে তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দুরীকরণে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশের বিভিন্ন এলাকায় প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পিপিডি ক্ষুদ্র ঋণ কর্মসূচীর পাশাপাশি সামাজিক কার্যকলাপের কাজ করছে এবং পাশাপাশি বানিজ্যিকভাবে খামার গড়ে তুলতে সংস্থাটি নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। পিপিডি এসব উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে উল্লাপাড়া ও বেড়া উপজেলার বেকার যুবক ও যুব মহিলাদের কাছে আস্থা তৈরি করেছে। এতে করে নতুন নতুন উদ্যোক্তা ও খামারী তৈরি হচ্ছে এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

সভাপতি তার বক্তব্যে বলেন, পিপিডি ২০২২-২৩ অর্থবছর হতে পিকেএসএফ তার মূল স্রোতের কার্যক্রমের পাশাপাশি কৃষি ইউনিট এর কার্যক্রম শুরু করা হয়। সংস্থাটি বর্তমানে ৪টি শাখার সংগঠিত সদস্যদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী নমনীয় ঋণ সহায়তার পাশাপাশি লাগসই প্রযুক্তি সরবরাহ ও কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে। এর ফলে সদস্যদের বাৎসরিক বাড়তি আয়েরও সুযোগ হচ্ছে। এসকল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে বেছে নেয়া হয়েছে ৬জন সফল উদ্যোক্তা ও খামারীকে। উদ্যোক্তারা তাদের কাজের মাধ্যমে এই সফলতা অর্জন করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *