শহর প্রতিনিধি : বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার সমাজবিজ্ঞান বিভাগের ২৫ বছর পুর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করে শিক্ষক শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ক্যাস্পাসের নিজ বিভাগের সামনে থেকে বের হয়ে শহর প্রদর্ক্ষিণ করে মূল শহরের শহীদ চত্বর থেকে ঘুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন চত্বরের শহীদ আব্দুস ছাত্তার মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি শোভাবর্ধনের জন্য হাতি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, বাজনার দল ও বিভিন্ন ব্যাচের ব্যানার নিয়ে অংশ গ্রহণ করেন সকলে। শোভাযাত্রা শেষে ক্যাম্পাস মাঠে শিক্ষার্থীদের পরিবেশনায় ফ্লাস মব, অসহায়তের মাঝে শীত বন্ত্র বিতরণ ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উৎসবের আহবায়ক সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.এ, কে, এম, শওকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল আওয়াল মিয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আব্দুল আওয়াল, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হাসানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের স্বারক সম্মাননা সহ ফুলের শুভেচছা দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা। আলোচনা সভার শুরুতেই জাতীয় সঙ্গীত ও জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে শহীদ স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
২৫ বছর পুর্তিতে বিভাগটি ৪দিনব্যাপী অনুষ্ঠানে আয়োজনে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে ক্যাস্পাস প্রাঙ্গণ। প্রাক্তন নবীন প্রবীণ শিক্ষক শিক্ষার্থীদের আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। উৎসবের প্রথম দিন থেকে শুরু হয়েছে উদ্যোক্তা
মেলা। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৮৯৮ সালে স্থাপিত সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু ১৯৯৯ সাল থেকে। ২৪টি ব্যাচের শিক্ষার্থীরা এরই মধ্যে শিক্ষাকাল শেষ করেছেন। বর্তমানে শিক্ষার্থী রয়েছেন প্রায় ১৮’শ। এই অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন করেছেন সারে ১৩’শ শিক্ষর্থী।