পাবনা প্রতিনিধি : সেবা সুনাগরিকত্ব ও সৌহার্দ এই তিনটি প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব পাবনার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৩০’সেপ্টেম্বর) বেলা ১১টায় পাবনা সদরের কিসমত প্রতাপপুর আঞ্জুমান মুফিদুল ইসলাম’র গোরস্থানে বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান।
এ সময় বৃক্ষরোপন কর্মসুচি অংশগ্রহন করেন এপেক্স ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট এপেক্সিয়ান তাহমিনা খান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জামিল হোসেন, আইপিপি এপেক্সিয়ান এ্যাড. তৌফিক ইমাম খান, সেক্রেটারী এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান শফিক আল কামাল, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মাহবুবুল আলম ফারুক, মেম্বারশীপ এন্ড এটেন্ডডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান আব্দুর রহমান সুমন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান এ্যাড. ফাহিম সুলতানা রেখা, আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার কোষাধ্যক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, কার্যনির্বাহী সদস্য দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, আলহাজ্ব হারন উর রশিদ খান, আলহাজ্ব রফিকুল ইসলাম সেলিম, এপেক্স ক্লাব অব পাবনার সদস্য এপেক্সিয়ান সাইদ উল ইসলাম ও আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার সুপার ভাইজার মহিউদ্দিন শাহিন প্রমুখ।