করোনায় অসহায়দের পাশে এগিয়ে আসতে হবে—– ডা. ইফতেখার মাহমুদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : সন্ধানী ডোনার ক্লাব পাবনার ভারপ্রাপ্ত সভাপতি , কুষ্টিায়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ( অব.) প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাকালে অসহায়দের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সন্ধ্যানীর এ মহতি উদ্যোগে কিছু গরীব মানুষের মুখে হাসি ফুটবে । শনিবার (০৭’ আগস্ট) বিকেল ৪টায় পাবনা জেনারেল হাসপতাল রোডের পারিজাত আঙ্গীনায় সন্ধানী ডোনার ক্লাবের উদ্যোগে বৈশ্বিক মহামারি করোনাকালে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনার মহামারী থেকে নিজেকে রক্ষা করতে হলে , সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। মুখে মাস্ক পড়তে হবে। নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারে বারে সাবান দিয়ে হাত ধুতে হবে।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম রোজের সভাপতিত্বে এবং প্রাক্তন সম্পাদক খায়রুজ্জামান আহম্দে অরুণের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ৬১ বার স্বেচ্ছায় রক্তাদাতা ছিফাত রহমান সনম।

এ সময় উপস্থিত ছিলেন সন্ধানী ডোনার ক্লাবের অর্থ সম্পাদক ৬৮ বার স্বেচ্ছায় রক্তদাতা অধ্যাপক আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শান্ত, প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির হোসেন রিপন, আব্দুল মজিদ, গোলাম হাসনায়েন, আব্দুল মান্নান ভুইয়া ও নাসির উদ্দিন প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *