শহর প্রতিনিধি : কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় ইমাম গাযযাল গালর্স স্কুল এন্ড কলেজে মিলনায়তনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জোনাল সেটেলমেন্ট পাবনা আঞ্চলিক কার্যালয়ের অফিসার আফরোজা আক্তার (উপসচিব)। ইমাম গাযযাল গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা’র সভাপতিতে এবং ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি এবং রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যাবের পক্ষ থেকে আরও বক্তব্য দেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পাবনার সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক শফিক আল কামাল , দেশ টিভির জেলা প্রতিনিধি শামসুল আলম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী করুনা নাসরিন, কবি আজিজা পারভীন, ক্যাব সদস্য মাহাবুবা কাজল, সিএনএফ টিভি ইউটিউব চ্যানেলের চেয়ারম্যান খালিদ আহমেদ, শিক্ষার্থীদের মধ্যে মুশফিরাত তাসনিন প্রমুখ।
মতবিনিময় এর পূর্বে বাল্য বিয়ের এবং ভোক্তাদের উপর দুটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পাবনা জেলা তথ্য অফিস কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।