পাবনা প্রতিনিধি : চলমান অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মো. মাসুদ আলমের তত্ত¡বধানে জেলা গোয়েন্দা শাখার ওসি মো. এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল জেলার কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেন। ৮ সেপ্টেম্বর পাবনা সদর থানার রাজাপুর এলাকার ক্যালিকো প্রধান ফটক হতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। ৯ সেপ্টেম্বর পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত বাড়ইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি চায়না রাইফেল অগ্নেয়াস্ত্র এবং একই দিনে সদার থানার পুষ্পপাড়া মৃত জব্বার মল্লিক ছেলে মো. বাদশা এর লিচু বাগান থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন আরও জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।