।। শাহনাজ পারভীন ।।
তাথৈ : সরি কালকে নিতান্তই একটা প্রয়োজনে কল দিয়েছিলাম কাউকে কষ্ট দেবার কোন ইনটেনশন ছিলো না।
আদি: স্বার্থে আঘাত লাগলে মানুষ কী তা চেনা যায়।নিজেরটা সবাই বুঝে ।
তাথৈ : তুমি একটু বেশি।
আদি: তুমি চুপ করো। আমাকে কথায় কথায় এতো ছোট করো কেন?মানুষের সুবিধা অসুবিধা বুঝতে হয়।
তাথৈ : তুমি আমাকে কখনো চিনতেই পারনি অথবা চেষ্টা করনি কিন্তু তোমাকে আমার থেকে বেশি হয়তো কেউ চিনে না।
আদি: আমার আর বলার কিছু নেই । ভাষা হারিয়ে ফেলেছি।
তাথৈ : অপ্রিয় সত্যি কথা শোনার মন মানষিকতা তোমার নেই।
আদি: আমি তো আপনার শত্রু তাই হয়তো আপনার সাথে আর মতের মিল হচ্ছে না।
তাথৈ : আমি তা মনে করি না। তুমি আসো আজ দুপুরে।
আদি :আমি আর কোন দিন আপনার সাথে দেখা করবো না।
তাথৈ : জানতাম! আমার চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় না তোমার।
আদি: আমিও অবশ্য একদিন বলেছিলাম প্রতি উত্তরে এইটাই পেয়েছিলাম।
তাথৈ : বিশ তারিখ থেকে ক্রিকেট খেলা শুরু হচ্ছে।একদিন স্টেডিয়াম গিয়ে দেখবো তোমার সাথে।শুক্রবার তোমার ছুটি আছে তো! যদি ঐ দিন খেলা থাকে তবে আসো।
আদি: ইচ্ছে ছিল অনেক আপনার সাথে খেলা দেখবো কিন্তু এখন আপনার সাথে আর কোন কিছুই মিলছে না । তাই আপনাকে বিরক্ত না করাই উচিত।
তাথৈ : আসো প্লিজ!সময় পেলে আমি তিন তারিখ যাব।
আদি: ওকে।পরে কথা হবে বাই।
তাথৈ : বাই।
লেখক: কবি সাহিত্যিক শাহনাজ পারভীন।