স্টাফ রিপোর্টার : পাবনাবাসীর দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুন:খনন এবং নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে শ্মশানঘাট থেকে হাসপাতাল রোডের ইছামতি ক্লিনিক পর্যন্ত এবং লাইব্রেরী বাজার থেকে গবিন্দা পর্যন্ত সবোমোট প্রায় ২ কিমি নদীর উভয় পাড়েরর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খনন কাজে নিয়োজিত ঠিকাদারের উদাসিনতায় খনন কাজ শুরু করা হয়নি। এলাকাবাসী জানান, বৃষ্টির মৌসুমে খনন কাজ করা অসম্ভব । দ্রুত খনন কাজ করতে হবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার আঃ রাজ্জাকের সাথে মোবাইলে কথা বলা হলে তিনি জানান, কাজটি তার কাছ থেকে জনৈক প্রতিনিধি ক্রয় করে নিয়েছেন। কাজটি তারপক্ষে দেখভাল করা সম্ভব হচ্ছে না। এদিকে পাবনার সচেতন মহল মনে করেন সংশ্লিষ্ট ঠিকাদার সময়মত কাজটি করতে হলে আরও অনন্তপক্ষে ১০ টি ভ্যেকু মেশিন লাগাতে হবে। এ ব্যাপারে বাপাউবো নির্বাহী প্রকৌশলী ইঞ্জি রফিকুল আলম বলেন, বার বার লিখিত ভাবে তাগাদা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার ভ্যেকু মেশিন বাড়াচ্ছেন না। এভাবে কাজ চলতে থাকলে নির্দিষ্ট সময়ে কাজ করা অসম্ভব।