পাবনা প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে পাবনায় গণ অনশন কর্মসূচি করেছে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মি।
পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের সঞ্চালনায় গণ অনশন কর্মসূচি বক্তব্য দেন পাবনা পৌর বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ইয়ামিন খান, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রকি, রফিকুল ইসলাম নয়ন ও নাদিম হায়দার প্রমুখ।
বক্তাগণ বলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি। অথচ রমজান শুরু হওয়ার আগেই নিত্য পণ্যের মূল্যে বৃদ্ধি পাওয়ার কারণে কঠোর সমালোচনা করেন। চাল, ডাল, তেল, গ্যাসসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়াও নির্মাণ সামগ্রীর দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান তারা। প্রসাশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বক্তাগণ আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে। আপনারা সাধারণ জনগনের পাশে থাকুন, নিরপ্রেক্ষভাবে দায়িত্ব পালন করুন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মাসুদ খন্দকার, সাবেক পিপি অ্যাড. শাহজাহান আলী, ছাত্রদল নেতা সমনাথসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মি।