নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে যোদ্ধা হিসাবে কাজ করতে হবে—জেলা পরিষদ চেয়ারম্যান

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন বলেছেন, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। শুধু পুথিগত বিদ্যা অর্জন নয়, বাস্তবভিত্তিক কর্মমুখী শিক্ষার মাধ্যমে এই স্কুলের সুনাম বৃদ্ধি করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিণির্মান ও নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে শিক্ষার্থদেরকে একজন যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করবে। শনিবার (০২ মার্চ ২০২৪ খ্রি.) পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোশাররফ হোসেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাসান শাহীন, আওয়ামী লীগের সদস্য মোঃ আনিসুজ্জামান দোলন, মোঃ রফিকুল ইসলাম রুমন ও সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক খোকন।

পবিত্র কোরআন তেলেওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণিল সাজে মনোজ্ঞ ডিসপ্লে আগত অতিথিবৃন্দের হৃদয় মাতান।

এ সময় উপস্থিত ছিলেন দুবলিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ কবিরুল ইসলাম, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন খান, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আফসার উদ্দিন, মোঃ আলীম উদ্দিন, মোঃ ইমান আলী, মোঃ আনোয়ার হোসেনসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও স্থানীয়রা। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *