নারী নির্যাতন প্রতিরোধে পাবনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫’ নভেম্বর-১০ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫’নভেম্বর) দুপুরে মহিলা পরিষদ পাবনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাড. কামরুন্নাহার জলি। তিনি তার বক্তব্যে বলেন, জাতিসংঘের উদ্যোগে সারাবিশ্বে ১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ পালন করা হয়। সেই লক্ষে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ ২০২১ এর আহবানে “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” শ্লোগানে, বাংলাদেশ মহিলা পরিষদ ২০২১ এ “ নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর”, এই প্রতিপাদ্য কে সামনে রেখে কেন্দ্রীয় কমিটিসহ সকল জেলা ও তৃণমূল শাখায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন স্বাধীনতার ৫০ বছরে আর্থ-সামাজিক ক্ষেত্রে নারীর প্রভূত উন্নয়ন সাধিত হলেও নারী ও কণ্যা শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। চলমান রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক মুল্যবোধের অবক্ষয়, আইনের শাসনের অভাব, বিচারকার্যের দীর্ঘসুত্রিতা, আইনের যথাযথ দূর্বলতা এসব পরিস্থিতিকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় পত্রিকার তথ্যের ভিত্তিতে জানুয়ারী-অক্টোবর’২০২১ খ্রি. পর্যন্ত নারী ও কণ্যা শিশু নির্যাতনের সংখ্যা ৩ হাজার ১শ ২৮জন। এটা নিঃসন্দেহে বড় ধরনের উদ্বেগের বিষয়। কাজেই তরুণ সমাজকে সম্পৃক্ত করে নারী নির্যাতন প্রতিরোধে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে বৈষম্যমূলক আইন নীতি বাতিল করে সকল ক্ষেত্রে নারী বান্ধব ও জেন্ডার সংবেদনশীল বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *