নিয়মিত অভিনয়ের প্রত্যাশায় যুবরাজ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চার উর্বর ক্ষেত্র হিসাবে সমাদৃত পাবনা জেলা শহর থেকে রাতের বাসে ঢাকায় গিয়ে শুটিং, বিভিন্ন স্পটে নাটক, স্টেজ পারফরম্যান্স, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ে ফেরার প্রত্যাশায় বহুমাত্রিক প্রতিভার তরুণ অভিনয় শিল্পী যুবরাজ। তিনি অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ লাভের গৌরব অর্জন করেছেন।

২০২৪ খ্রি. ১৯শে অক্টোবর আরটিভিতে তাঁর বর্তমান করুণ দৈন্য দশার মানবেতর সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়। এরপর কালবেলা ডিজিটাল ও কালবেলা এন্টারটেইনমেন্টে আরও ১টি সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়। জাতীয় দৈনিক কালের কণ্ঠ, খবরের কাগজ, আজকের পত্রিকা, মানবকণ্ঠ, সংবাদ, দেশ রুপান্তর, দেশের কণ্ঠ, বাংলাদেশ জার্নাল ও The Daily Express এ তার মানবেতর জীবনযাপন বিষয়টি নিয়ে নিউজ প্রকাশিত হয়। পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতী, দৈনিক সিনসা পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে বাস্তব করুণ নির্মমতার সর্বোচ্চ ৫৫ টি খবর প্রকাশিত হওয়ায় গুগলে সার্চে টানা ২ সপ্তাহ যাবৎ ১ নং হয়ে ট্রেন্ডিং ১-এ থাকবার পরে দীর্ঘ ২ বছর পরে ইউটিউব চ্যানেল “কানামাছি ড্রামা” প্রযোজিত পরিচালক মাহফুজ ইসলাম এর পরিচালনায় “বর্তমান” নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকদের মাঝে ফেরার প্রত্যাশায় এই ভাগ্যাহত অভিনেতা যুবরাজ।

লেখক, প্রযোজক, চিত্রনাট্যকার, নির্মাতা এস আর মজুমদার নাহিদ পরিচালিত নীলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি জুটি অভিনীত “ব্রেকআপ থেকে শুরু নাটকে মজার দৃশ্যে অভিনয় করে এবং বাংলাদেশের জনগণের পছন্দের ধারাবাহিক সত্য ঘটনা অবলম্বনে আশরাফুল ইসলাম পিপিএম এর পরিচালনায়, পর্ব পরিচালক ওয়াজেদ আলী বাবলুর নির্দেশনায় এটিএন বাংলায় ক্রাইম পেট্রোল- এ অভিনয়ের মাধ্যমে ২০২৪ খ্রি. শেষ করেছেন।

২০২৫ খ্রি. জানুয়ারি শুরুর দিকে আরেক ইউটিউব চ্যানেল পালকি এন্টারটেইনমেন্টের ব্যানারে অনামিকা মন্ডল রচিত “বেকুব প্রেমিক” নামে নায়ক, প্রযোজক নায়ক জামিল হোসেন এর ভাদাইমম্যা বন্ধুর চরিত্রে, নায়িকা জারা নূর, রকি চৌধুরী, বিটলু শামীমের সাথে চিত্রগ্রাহক হাসানুজ্জামান রাজিবের ক্যামেরায় “বেকুব প্রেমিক”- নাটকটি ১৬ জানুয়ারিতে পালকি এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি হয়। এটি পুবাইলের গ্রামীণ সুন্দর লোকেশন গুলোতে চিত্রায়িত হয়েছে। এছাড়াও পরিচালক মাহফুজ ইসলাম আগামী মার্চ মাস থেকে শুরু হতে যাওয়া বিগ বাজেটে একটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে চলচিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এই চলচ্চিত্রেও বিশেষ চরিত্রে অভিনয় করবেন যুবরাজ।

আর কানামাছি ড্রামা ইউটিউব চ্যানেলের কর্ণধার সৈয়দ মোহাম্মদ সোহেল তাঁকেই (অভিনয় শিল্পী) এখন থেকে প্রতিটি প্রজেক্টে রাখতে সুপারিশ করেছেন বলে তিনি স্বীকার করেন। এটিএন বাংলার দর্শক জনপ্রিয় ধারাবাহিক ” ক্রাইম পেট্রোল ” নাটকে নিয়মিত অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। “দৈনিক দেশের কণ্ঠ ” ও “The Daily Express ” পত্রিকায় ইন্টারভিউয়ের শেষে আরো নতুন দুটো সুখবর পেয়েছেন হরবোলা খ্যাত পার্শ্ব চরিত্রাভিনেতা “যুবরাজ”।

কে এ নীলয় পরিচালিত, মাহবুবা শাহরীনের রচনা রচনায় জানুয়ারি মাসের শেষ দিকে “বউ” চলচ্চিত্রের মাধ্যমে তাঁর স্ত্রী (যুবরাজের) জীবনের প্রথম প্লেব্যাক করার সুযোগ পাবেন । চিত্র নায়ক ডিএ তায়েব ও চিত্র নায়িকা ববি অভিনীত “বউ” চলচ্চিত্রে খল চরিত্রে বা বিশেষ একটা চরিত্রে অভিনয় করবেন যুবরাজ।

জীবনের শেষ দিনটির আগ পর্যন্ত অভিনয় করার প্রত্যাশা ব্যক্ত করেন ভাগ্যাহত চরিত্রাভিনেতা গোলাম ফারুক যুবরাজ। ভালো চরিত্রে অভিনয় করে একদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখেন এই পার্শ্ব অভিনেতা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *