মু্ক্ত চেতনা ডেস্ক : পাবনা’য় জেলা প্রশাসনের সহযোগিতায় র্যাবের অভিযানে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দালাল চক্রের ১১ সদস্যকে জেলা জরিমান এবং গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৫জনকে জরিমান করা হয়। বাকী ৭জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
র্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার কিশোর রায় প্রেস রিলিজের মাধ্যমে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার (০৫’সেপ্টেম্বর) ২০২১ খ্রি. বেলা ১১টার দিকে র্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার আঞ্চলিক পাসপোর্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের মধ্যে মো. লিখন আলী (২৫), মো. জাকির হোসেন (৪০), মো. নজরুল ইসলাম (৪০), মো. মেহেদী হাসান (৩০), ও মো. মাহামুদুল হাসান (৫২) এই ৫ জনকে ৫শ টাকা করে জরিমানা এবং আব্দুল কালাম (৫০), সুমন শেখ (৪৫), সাব্বির হোসেন (২৭), জনি (২৫), হান্নান শেখ (৩৪), ও জামাল উদ্দিন (৫২) এই ৬জনকে ৭দিনের বিনা¤্রম কারাদন্ড দেওয়া হয়।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন অঞ্চল থেকে পাসপোর্ট করার জন্য আগত ব্যক্তিদের নিকট থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণা করে আসছিলো।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং প্রতারকদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যহত থাকবে।