শহর প্রতিনিধি : পাবনা আলিয়া কামিল মাদ্রাসা’র গভর্নিং বডির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স. ম. আব্দুর রহিম পাকন।
বুধবার (১৮ জানুয়ারি ২০২৩ খ্রি.) দুপুরে মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি এটিএম ফকরুল ইসলাম সুজা’র সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ মো. আনছারুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য দেন সহ-সভাপতি কালাম আহমেদ, ইআইবি বিদ্যাৎসাহী প্রতিনিধি সদস্য অধ্যক্ষ ইদ্রিস আলী বিশ্বাস, মাদ্রাসা বোর্ড বিদ্যাৎসাহী প্রতিনিধি সদস্য অধ্যক্ষ হুসাইন আহমাদ, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. দেলোয়ার হোসেন, আব্দুল আল মাহমুদ, শিক্ষক প্রতিনিধি সদস্য মাও. আশরাফুল ইসলাম, মো. সাইফ উদ্দিন ও মো. আমিরুল ইসলাম।
বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাএ মেধা বৃত্তি এবং বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন্নেছা ছাত্রী মেধা বৃত্তি বিষয়ক আলোচনা সহ কতিপয় সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, সহকারি অধ্যাপক ড. হাফিজ ইকবাল, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার শফিক আল কামাল প্রমুখ।