পাবনা চাটমোহরে বিরল রোগে ১০টি গরুর মৃত্যু

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : পাবনা চাটমোহরে বিরল রোগে মারা যাচ্ছে গরু। রোগটিতে গেল এক সপ্তাহে জেলার চাটমোহর উপজেলায় অন্তত ১০টি গরু মারা গেছে। হঠাৎ এমন রোগে গরু মৃত্যুতে স্থানীয় খামারি ও কৃষকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

সুত্রে জানা গেছে, চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের চিরইল গ্রামের আব্দুল মমিনের ২টি, আবু তালেবের ২টি, জহুরুল ইসলামের ১টি, জামরুল ইসলামের ১টি, সাড়োরা গ্রামের মিজানুর রহমানের ২টি, জবেরপুর গ্রামের মুঞ্জিল হোসেনের ১টি, ইচাখালীর যৌথ মালিকানাধীন খামারের ১টি মারা গেছে।

চাটমোহর সাড়োরা গ্রামের রফিকুল ইসলামের গর্ভবতী গাভি আক্রান্ত হলে বাছুরের মৃত্যু হয়। জামরুলের আরেকটি গরু আক্রান্ত হয়।

গরুর এমন মৃত্যুতে কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে করে আগামী কোরবানির জন্য প্রস্তুত করা এসব গরু আগেই বিক্রি করে দিচ্ছেন তারা। রোগটি সুনির্দিষ্টভাবে দ্রুত শনাক্ত ও চিকিৎসা করতে না পারলে বিপর্যয়ের আশঙ্কার কথা জানান খাত সংশ্লিষ্টরা। অনেক খামারি ও কৃষক নিঃস্ব হওয়ার আগেই দ্রুততম সময়ে রোগ শনাক্তে সরকারকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

জবেরপুর গ্রামের মঞ্জিল হোসেন বলেন, আমার দুটি গরু ছিল। তার মধ্যে একটি মারা গেল। গরুটি মাঝে মধ্যেই কুকরে (বাঁকা হয়ে) উঠছিল। পেছন দিক হয়ে পরে ছটফট করছিল। মুখ দিয়ে লালা ঝরছিল। এক পর্যায়ে খাওয়া বন্ধ করে দেয়। আক্রান্তের তিন দিনের মাথায় মারা যায় গরুটি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী বলেন, আমরা মৃত গরুগুলোর প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য সিরাজগঞ্জ ও ঢাকায় পাঠিয়েছি। পরীক্ষা নিরীক্ষার ফলাফল পেলে গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান এ বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *