নিজস্ব প্রতিনিধি : পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ও অক্সিজেনের কিছুটা অভাব পূরনে অস্থায়ী সেন্ট্রাল অক্সিজেন উদ্ধোধন করা হয়।সোববার (০৫’ জুলাই) বিকেলে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অস্থায়ী সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
এ সময় তিনি বলেন, মূল সেন্ট্রাল অক্সিজেন চালু হতে আরও কিছু সময়ের ব্যাপার, তাই হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঠিকাদারের সহায়তায় অস্থায়ী ভাবে এই অক্সিজেনটি চালু করা হলো। যদিও এটা করোনা রোগীদের চিকিৎসার জন্য একদম অপ্রতুল। আমি এবং হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেছি এটি অতি দ্রুত চালু করার জন্য। এই সঙ্কটময় পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহের কাজে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ডা: সালেহ মুহাম্মদ আলী, ডা: আকসাদ আল মাসুর আনন এবং ডা: জাহিদ হাসান রুমি প্রমুখ।