মুক্ত চেতনা ডেস্ক : বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২০২১-২০২২ অর্থবছরের আওতায় নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের লক্ষ্যে পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার (০৬ জুন) ২০২২ খ্রি. পাবনা সদর উপজেলার হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজ মিলনায়তনে “এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার এসএম মসলেম উদ্দিন। সম্মানিত প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান হাবিব। সম্মানিত বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা কমান্ড ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মখলেছুর রহমান মুকুল। অনুষ্ঠানে সভাপত্বি করেন হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোহাঃ আবুল কালাম আজাদ।