পাবনা প্রতিনিধি : পাবনা পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। দিবসটিতে রবিবার সকাল সাড়ে ১১টায় স্বাধীনতা চত্ত¡র ও জেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন, পৌরসভা চত্ত¡রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সব কর্মসুচীতে অংশ গ্রহন করেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, প্রকৌশলী সাইফুল ইসলাম চৌধুরী, প্রধান হিসাব রক্ষক শহিদুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা নুরুল আলম বিশ্বাস লিন্টু, কাউন্সিলর হাসিম উজ জামান, রাজিবুল ইসলাম রাজিব, শফিকুল ইসলাম, আনোয়ারা রহমান আনু, কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর লতিফ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগাঠনিক সম্পাদক কাজী সুজন প্রমূখ। দোয়া পরিচালনা করেন পাবনা সদর হাসপাতাল মসজিদের প্রেস ইমাম মাওলানা ইউনুস আলী ও মাওলানা আব্দুল ওহাব।