পাবনা প্রতিনিধি : পাবনা বেড়ায় লার্নাস অর্গানাইজেশনের ১৫তম বিশ্ব অটিজম দিবস পালন উপলক্ষে বস্ত্র বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (০৩’ এপ্রিল) ২০২২ খ্রি. সকাল সাড়ে ১০টায় বেড়া সানিলার (অব.) শিক্ষক আলহাজ্ব মাহমুদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও লার্নাস অর্গানাইজেশনের নির্বাহী সদস্য সাংবাদিক শফিক আল কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক খন্দকার গোলাম সারোয়ার। তিনি বলেন বিশেষ চাহিদার সম্পন্ন শিক্ষার্থীরা সমাজের বোঝা নয়। তাদের প্রতি অবহেলা না করে পরিবার যতœশীল হবেন। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিক নির্দেশনামূলক বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার (অব.) সহকারি পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সাত্তার মিয়া ও পাবনা জেলা পরিষদের অন্যতম সদস্য আব্দুল হাকিম বস্।
শুরুতেই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে স্বাগত বক্তব্য দেন লার্নাস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক জাহানারা বেগম বিজলী। বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের পক্ষ থেকে আবেগ আপ্লুত বক্তব্য দেন অভিভাবক আশরাফুল ইসলাম খান।
শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বস্ত্র বিতরণ করেন আগত অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এ বিএম এ আতিক, জীবন সদস্য নারী উদ্যোক্তা দৌলতুন নেছা, বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের সদস্য এবং অভিভাবকবৃন্দ।