পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলা মালঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নৌকার নির্বাচনী প্রচার কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার (০৫ ডিসেম্বর) বিকেলে বারাদী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় আওয়ামীলীগের ৭জন নেতাকর্মী গুরত্বর আহত হয় বলে জানা যায়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত’রা হলেন, সদর থানা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সদস্য আব্দুল রাজ্জাক, মালঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বগা, একতার হোসেন ও ৮নং ওয়ার্ড মেম্বর আসলাম হোসেন। এর মধ্যে আমজাদ হোসেন বগা চোখের আঘাত গুরুত্বর হওয়ার কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে রেফার করেছেন।
আমজাদ হোসেন বগা ও মেম্বর আসলাম হোসেন জানান, আসন্ন নির্বাচনে নৌকার প্রচারণার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছিল। এসময় নজির বাহিনীর ১০/১২ জন সন্ত্রাসী দেশীও অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে আমার নেতাকর্মীদের উপর হামলা করে।
পাবনা সদর থানা ওসি আমিনুল ইসলাম জানান, নির্বাচনের প্রচার কমিটি গঠন করাকে কেন্দ্র্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। এই ঘটনায় দুই তিনজন সামান্য আহত হয়েছে শুনেছি। ঘটনার পরে সন্ধ্যায় আমজাদ হোসেন বগার ছেলে আব্দুল আলিম রিপন বাদী হয়ে বেশ কয়েক জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন। প্রকৃত ঘটনা তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।