স্টাফ রিপোর্টার : পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত (পাবনা-৫) সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেছেন, পাবনার সামগ্রিক উন্নয়ন করে পাবনাকে উন্নত জেলা শহরে রূপান্তরিত করার চেষ্টা করবো। আমি পাবনার সন্তান পাবনার উন্নয়নে কাজ করবো আপনাদের সাথে, এক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। স্থানীয় সমাজসেবকদের নাম উল্লেখ করে বলেন, এক সময়ে তারা পাবনার উন্নয়নে কাজ করেছেন, বিশেষ করে সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের কথা তিনি জোড়ালোভাবে উল্লেখ করে বলেন, পাবনার ব্যাপক উন্নয়ন সাধন করেছেন তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা নির্লসভাবে কাজ করে যাচ্ছি। শনিবার (২৫ এপ্রিল) পাবনা জেলা শহরের মুজাহিদ ক্লাব মোড়ে পৌর জামায়াত আয়োজিত গণসংযোগ পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্সিপাল ইকবাল হোসাইন আরও বলেন, আপনাদের সাথে নিয়ে আমরা পাবনার সার্বিক বিষয়ে উন্নয়ন করব, ইনশাল্লাহ।
পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের আমির অধ্যাপক আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ডের সভাপতি চাঁদ আলী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, পাবনা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ।
এছাড়াও বক্তব্য দেন পাবনা পৌর জামায়াতের সাবেক আমির অধ্যাপক রাকিব উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ একরামুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা সেক্রেটারি ডাক্তার এম এ সাত্তার বিলচলোনি , জামায়াত নেতা নূর উল ইসলাম উজ্জ্বল। সভায় স্বাগত বক্তব্য রাখেন পাবনা পৌর শাখার ৮ নং ওয়ার্ডের আমির মাওলানা আব্দুস সামাদ।