পাবনার আমিনপুরে চুরি যাওয়া অর্থ ও স্বর্ণালংকার সহ ৫ চোর গ্রেফতার

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে চুরি যাওয়া নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাবনা আমিনপুর থানার শ্যামপুর টাটি এলাকার মো. আলিমউদ্দিন খানের ছেলে মো. সেন্টু খান (৩৫), একই থানার আহম্মদ পুর উত্তরপাড়া এলাকার মো. ওহাব মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩৫), দয়ারামপুর এলাকার মো. আলম খানের ছেলে মো. রাতুল খান (১৭), আমিনপুর এলাকার আমজাদ খানের ছেলে মো. নাহিদ খান (২৫) ও আমিনপুর টাটি পাড়া এলাকার মো: রশিদ প্রামানিক রইস্যা (৫৫)।

পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী’র বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতের জানানো হয় অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল আমিনপুরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে নগদ ১৩ লক্ষ ৮৪ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার ও আসামীদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত ০২ জানুয়ারি ২০২৩ খ্রি. পাবনা জেলার আমিনপুর থানার শ্যামপুর টাটিপাড়া মো. সবুস উদ্দিন খানের স্ত্রী মোছাঃ মাহমুদা আক্তারে ঘর হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা কাঠের আলমারীর তালা ভেঙ্গে অনুমানিক ২০ ভড়ি স্বর্ণ ও নগদ ২৫ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পরিপেক্ষিতে আমিনপুর থানায় একটি চুরি মামলা দায়ের হয়। মামলা নং-০৪, তারিখ-০৪/০১/২০২৩ খ্রি.। মামলার সুত্রধরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার ৫ আসামীর মধ্যে ৪ জনই ঘটনার সাথে সম্পৃক্ততায় বিজ্ঞ আদালতে দ্বোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *