মুক্তচেতনা ডেস্ক : পাবনা সুজানগর উপজেলার দুলাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা (ওরফে কোরবান আলী মোল্লা) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে সাকল ১০টায় দুলাই বদনপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামাজ সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নিবার্হী কর্মকর্তা রওশন আলী, সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং এলাকার বাসিন্দা।
শনিবার (০৩’ জুলাই) দুুপুর ২টায় ঢাকার মহাখালী কোভিড নিরাময়ক (ডিএনসিসি) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি তাঁর স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে এবং আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা পাবনা জেলার বেড়া উপজেলার গণপত দিয়া গ্রামে ১৯৫২ খ্রি. ২৮ নভেম্বর জন্ম গ্রহন করেন। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখা’র সাবেক সহ-সভাপতি ছিলেন। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুজ্জামান সোহাগ এর তিনি বাবা ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক বার্তা জানানো হয়।
এছাড়াও ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এই এইচ এম খায়রুজ্জামান লিটন, সাবকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ সিআইপি, রেল সচিব সেলিম রেজা এবং সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।