ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সাব্বির বিশ্বাস (১২) নামের এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখমের অভিযোগ উঠেছে।উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গুনিয়া গ্রামের আল হেরা নূরানী স্কুল এন্ড হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম রাজিবের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়। শিক্ষার্থী সাব্বির ঐ ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. খোকন বিশ্বাসের ছেলে।
সূত্রমতে জানা যায়, সাব্বির বুধবার ১৮ আগস্ট দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি এসে রাত্রে মাদ্রাসায় না ফিরে পরেরদিন বৃহস্পতিবার ১৯ আগস্ট সকালে মাদ্রাসায় গিয়ে উপস্থিত হয়। সকাল ছয়টা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম রাজিব ঐ শিক্ষার্থীকে কাঁচা কঞ্চি দিয়ে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। কিছুক্ষণ পরে ঐ শিক্ষার্থী আঘাতের যন্ত্রণা সইতে না পেরে বাড়িতে এসে তার বাবা ও মাকে বলে। শিক্ষার্থীর বাবা সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল জামানের কাছে মৌখিক অভিযোগ করেন এবং ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করেন।
শিশু শিক্ষার্থীর বাবা খোকন বিশ্বাস বলেন, আমার ছেলেকে নির্যাতনের উপযুক্ত বিচার চাই। ভাংগুড়া থানার ডিউটি অফিসার এএসআই নুরজাহান লিখিত অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।