পাবনা’র সাঁথিয়া হানাদার মুক্ত দিবস পালন

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা ) প্রতিনিধি : যথাযোগ্য মর্যদায় পাবনার সাঁথিয়ায় হানাদার মুক্ত দিবস পালন করা হয়। শুক্রবার ( ৯ ডিসেম্বর ২০২২ খ্রি.) দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংগঠনের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন।
স্বাধীনতা সোপান মুক্তমঞ্চে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কমান্ডার মাসুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়াম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খাঁন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা। প্রধান বক্তার বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ।

এছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র কেন্দ্রীয়, জেলা কমিটি ও সাঁথিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, সুধীজন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, পাবনা জেলা পরিষদ সদস্য আনোয়ারা আহমেদ, স্থানীয় আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *