সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ফেইথ ইয়োথ ডেভলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ফাইডসো) উদ্যোগে মঙ্গলবার (২২’ ফেব্রুয়ারী) দুপুরে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ চাহিদা সম্পন্ন ও নিম্ন আয়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাঁথিয়া জহুরুল কামাল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ।
বক্তাগণ বলেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা সমাজের বোঝা নয়, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সমাজ তথা দেশ ও জাতির উন্নয়নে তারা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তাদের মাঝে বস্ত্র বিতরণের মত মহৎ কাজে আন্তরিকভাবে পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাইডসো’র চেয়ারম্যান ডা. রোকসানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা হাজী আবু সাইদ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও স্থানীয়রা।