পাবনার সুজানগরে ২শ দেশী প্রজাতির পাখিসহ ৩ শিকারী আটক

শেয়ার করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনা সুজানগর উপজেলায় দেশী প্রজাতির প্রায় ২’শ অতিথি পাখিসহ ৩ পাখি শিকারীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে উপজেলার চরদুলাই বাজার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত’রা হলো, গোবিন্দপুর গ্রামের বাছেদ শেখ’র ছেলে আতোয়ার শেখ(৩৮), ঘোড়াদহ গ্রামের জহির মিঞা’র ছেলে আলাউদ্দিন(৩৫), চলদুলাই গ্রামের মৃত-তফিজ উদ্দিন মন্ডলের ছেলে মোজাহার আলী(৪০)।

সুজানগর থানার ওসি মিজানুর রহমান বলেন , পাখি শিকারীরা সংঙ্ঘবদ্ধ হয়ে উপজেলার গাজনার বিল থেকে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে বিভিন্ন প্রজাতির দেশী অতিথি পাখি শিকার করে বাজারে বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম পাখি শিকারীদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিকেলে সুজানগর থানার চত্বরে উপস্থিত সকলের মাঝে পাখিগুলো অবমুক্ত করেন। এ সময় পুলিশ সুপার বলেন, পাখি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পাখি শিকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভি.এস ডা. মুহা. আব্দুল লতিফ, সুজানগর থানার ওসি (তদন্ত) অফিসার আব্দুল কদ্দুস প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *