নিজস্ব প্রতিনিধি : বিএনপি সমাবেশের নামে দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে রাজপথে গণ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জামায়াত বিএনপিকে রুখে দিতে দলের হাজার হাজার নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে এই গণ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন বেলা ১১টার দিকে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন। খন্ড খন্ড মিছিল নিয়ে দলের অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা গণ সমাবেশ অংশগ্রহণ করেন। এসময় দলের নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠি দেখা যায়। জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে স্লোগান দেন তারা। কর্মসুচির অংশ হিসাবে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে মিছিলটি আব্দুল হামিদ রোড, ট্রাফিক মোড় ও বীনাবাণী চৌরাস্তা হয়ে পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রোজাউল রহিম লাল, পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স মিছিলের নেতৃত্ব দেন। মিছিলের অগ্রভাগে ছিলেন জাতীর শেষ্ঠ সন্তান পাবনার বীর মুক্তিযোদ্ধা গণ। শতাধিক মুক্তিযোদ্ধা পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করনে। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন, পাবনা পৌরসভা মেয়র শরীফ উদ্দিন প্রধান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, আব্দুল হামিদ মাষ্টার, কামিল হোসেন, এ্যাড. আব্দুল আহাদ বাবু, আব্দুল হান্নান, সরদার মিঠু আহম্মেদ, শাওয়াল বিশ^াস, সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, কুষক লীগের সাধারণ সম্পাদক তৌফিক উল আলম, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ^াস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, মহিলা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক শামসুন নাহার রেখা, যুব মহিলা লীগের এ্যাড. আরেফা খানম শেফালী, সেচ্ছাসেবক লীগের সভাপতি আহম্মেদ শরিফ ডাবলু, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুমন, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতা বিরোধীদের ঠাই হবে না। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহা সড়কে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যথা সময়ে আইন অনুযায়ী নির্বাচন হবে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। যারা অরাজকতা, সন্ত্রাস, নৈরাজ্য করবে তাদের কঠোর হস্তে দমন করবে বঙ্গবন্ধুর সৈনিকেরা।
বক্তারা আরো বলেন, বিএনপি নেতা ফকরুল বলেছিলেন ১০ তারিখের পর থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় দেশ চলবে সেই খালেদা তারেক রহমান আজ কোথায় ? মীর্জা ফকরুল ইসলাম আলমগীর জাতির সাথে মিথ্যাচার করছে।