স্টাফ রিপোর্টার : পাবনায় আরপা ফাউন্ডেশনের উদ্যোগে অস্ট্রীয়ার লিসোলেট ওয়াল্ডহাইম-ন্যাচারাল এর আর্থিক সহায়তায় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বুধবার (২২ নভেম্বর-২০২৩ খ্রি.) বিকেলে পাবনার নুরপুরে জেলা পরিষদের ডাক বাংলোতে অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আরপা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক এসএফডিএফ সদর উপজেলা ব্যবস্থাপক ও পাবনা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাম্মী আক্তার। সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার যুগ্ম সম্পাদক শফিক আল কামাল।
সেলাই মেশিন পেয়ে খুশি নিম্ন আয়ের নারীরা। প্রশিক্ষণ নেওয়ার পরেও একটি মেশিনের অভাবে তারা অনেক কষ্টে দিনাতিপাত করছিলো। এই মেশিনে তারা নিজেদের কর্সংস্থান সৃষ্টি করতে পারবে। আরপা ফাউন্ডেশনের এই মহৎ কার্যক্রমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সেলাই মেশিন প্রাপ্ত নারীরা।