স্টাফ রিপোর্টার : পাবনা শহরের অনন্ত সিনেমা হলের নিকবর্তী মেয়াদ উত্তীর্ন মেডিসিন পন্য, অনুমোদন বিহীন স্যালাইন, সিভিট সরবারহ, নোংরা পরিবেশে সেমাই তৈরির জন্য এড্রুক ওষুধ কোম্পানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদরের নলদাহ বাজার ব্রাদার্স কেমিক্যােলকে ৫০ হাজার টাকা, বেশি দামে পণ্য বিক্রি ও মু্ল্য ট্যাগ পরিবর্তন করায় শহরের এ আর প্লাজায় লাজনা স্টোরকে ১০ হাজার টাকা, বেস্ট ওয়ান কে ১০ হাজার টাকা, সু-মিউজিয়ামকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও মিথ্যা প্রলোভন দিয়ে খাদ্যপণ্য তৈরি করায় টাক্কু সেমাইকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার তদারকি কার্যক্রমে ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, ব্যাটালিয়ানের একটি চৌকস দল উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।