পাবনায় চাঞ্চল্যকর ২জন হত্যা মামলার আসামী গ্রেফতার

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার বাস টার্মিনাল এলাকায় চাঞ্চল্যকর ২জন হত্যা মামলার রহস্য উদঘাটন এবং হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ৪ ঠা সেপ্টেম্বর ২০২৪ খ্রি. অনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে মাদক সেবন এবং ক্রয় সংক্রান্তে পূর্বশত্রতার জের ধরে পাবনা সদর থানার টার্মিনাল এলাকার পৌর মার্কেটের হালিমের হোটেলের নিকটে শালগাড়িয়া এলাকার মৃত আরমান প্রাং ছেলে মিলন হোসেন মধু (৪৫) এবং দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত নুর আলীর ছেলে মঞ্জু আলী (৪০) ২জন খুন হয়। এ ঘটনার প্রেক্ষিতে পাবনা সদর থানার মামলা দায়ের করা হয়। মামলা নং- ১৮, তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.। এসব ঘটনাকে কেন্দ্র করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মো. মাসুদ আলমের তত্ত¡বধানে জেলা গোয়েন্দা শাখা ও সদর থানার পুলিশ যৌথ অভিযানে নামে। পটুয়াখালী জেলার সদর থানার বোতলবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার সাথে সরাসরি জড়িত মো. স¤্রাট শেখ (৪০) কে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত স¤্রাট পাবনা জেলার সদর থানার কবিরপুর এলাকার মৃত মিরাজ শেখের ছেলে।

পাবনার পুলিশ সুপার আরও জানান গ্রেফতারকৃত স¤্রাট একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা আছে। সম্রাট আদালতে হত্যাকান্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *